ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাতের
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে লেখেন, “আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।”
এর আগে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়, যতদিন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার শেষ হয়। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়েছে। এই সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনাল রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন ও সমর্থকদের শাস্তি দিতে পারবে।
আসিফ নজরুল আরও জানান, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, আন্দোলনরত নেতাকর্মী এবং সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল কার্যক্রম—সাইবার স্পেসসহ—নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে জারি হবে। এছাড়া ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্তভাবে প্রকাশের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ছাত্র-জনতা। এ সমাবেশে এনসিপি ছাড়াও ইসলামি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ ছাত্র ও নাগরিকদেরকেও প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে সমাবেশে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকেই যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে এনসিপি, ইসলামী ছাত্রশিবিরসহ আরও কয়েকটি সংগঠন। শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিন দফা দাবি তুলে ধরে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
এর ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সন্ধ্যা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে নানা স্লোগান দেন এবং আন্দোলনের দাবিতে অনড় মনোভাব প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল