ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা, বেশির ভাগ ভারতীয়

২০২৫ মে ১০ ১২:৪২:২৫
২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা, বেশির ভাগ ভারতীয়

ডুয়া ডেস্ক: সম্প্রতি ফেসবুকের মূল সংস্থা মেটা বন্ধ করে দিয়েছে প্রায় ২৩ হাজার ভুয়া অ্যাকাউন্ট ও পেজ। সংস্থার দাবি, এসব অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা চালানো হচ্ছিল, এর প্রধান টার্গেট ছিল ভারত ও ব্রাজিলের ব্যবহারকারীরা।

মেটার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে জালিয়াতির মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা হত। ডিপফেক ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা নিজেদের জনপ্রিয় ফিনান্স কনটেন্ট ক্রিয়েটর, ক্রিকেটার কিংবা বড় ব্যবসায়ী হিসেবে তুলে ধরত। তাদের মূল লক্ষ্য ছিল ভুয়া বিনিয়োগ স্কিম ও জুয়ার ওয়েবসাইটের প্রচার করা।

প্রথমে তারা ব্যবহারকারীদের মেসেজিং অ্যাপ-এ নিয়ে গিয়ে বিনিয়োগ সংক্রান্ত ‘পরামর্শ’ দিত। এরপর ভুয়া গুগল প্লে স্টোরের মতো দেখতে সাইটে রিডাইরেক্ট করে, সেখান থেকে গ্যাম্বলিং অ্যাপ ডাউনলোড করাতে বলত। এই স্কিমগুলোর মূল কৌশল ছিল দ্রুত ধনী হওয়ার লোভ দেখিয়ে ক্রিপ্টোকারেন্সি, রিয়েল এস্টেট কিংবা শেয়ারে বিনিয়োগে উৎসাহ দেওয়া।

এছাড়াও, মেটা ফেসবুক মার্কেটপ্লেসে সক্রিয় কিছু জালিয়াত অ্যাকাউন্টও বন্ধ করেছে। এই ধরনের প্রতারকরা পণ্য কেনার সময় ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত টাকা পাঠিয়ে পরে ‘রিফান্ড’ চেয়ে সেলারকে প্রতারণার ফাঁদে ফেলত।

মেটা বারবার ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, কোনো পণ্য কেনার সময় যদি আগাম টাকা পাঠাতে বলা হয় তাহলে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং এমন অ্যাকাউন্টকে সন্দেহের চোখে দেখা প্রয়োজন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে