ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপ দাবি

২০২৫ মে ০৮ ১৭:৩২:৩২
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপ দাবি

ডুয়া নিউজ: পিএসসি সংস্কারের লক্ষ্যে ৮ দফা দাবি বাস্তবায়নে সোমবারের মধ্যে রোডম্যাপ দাবি করেছে পিএসসি সংস্কার আন্দোলন।

বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

আজ বিকাল ৪ টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে টিএসসি ঘুরে শাহবাগ পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ পিএসসি সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের আকাঙ্খা ছিল ২৪ এর গণঅভ্যুত্থানের পরে পিএসসি সংস্কার হয়ে যাবে কিন্তু আজও আমরা সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। আজ আমাদের পিএসসি সংস্কারের জন্য রাজপথ নেমে আসতে হচ্ছে।

তিনি বলেন, গত ১৭ই এপ্রিল পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের ৮ মে তারিখের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিলো৷ আমাদের আশ্বস্ত করা হয়েছিলো ছাত্রদের সাথে কথা বলে একটি সংস্কার কমিশন গঠন করা হবে, যেখানে আট দফা দাবিগুলো সমাধান করা হবে৷ যেখানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে৷ আশ্বাস দেবার ৮ দিন পরও প্রশ্নফাসে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি বিগত সিন্ডিকেটের উৎখাতও সম্ভব করা যায় নি৷

তিনি আরও বলেন, আমরা প্রাক যাচাই প্রক্রিয়ার সমাধান চাই৷ প্রাক যাচাইয়ের মাধ্যমে মতন হয়রানিমূলক প্রক্রিয়ার সমাধান চাই৷ আমাদের অতিদ্রুত ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ প্রদান করতে হবে৷

এসময় আগামী সোমবারের ভেতরে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা ও ৮ দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ চায় পিএসসি সংস্কার আন্দোলন৷

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে