ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
শেয়ারবাজার সংস্কারে সিএসইর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বুধবার (৭ মে) অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) ড. আনিসুজ্জামান চৌধুরীর সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিএসই বোর্ড ও ম্যানেজমেন্ট এবং সিএসইর লিডিং ট্রেকহোল্ডারদের সাথে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে শেয়ারবাজার সংস্কার এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর এবং ফারজানা লালারুখ। এছাড়া সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অব) এমদাদুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, ড. মাহমুদ হাসান, নাজনিন সুলতানা, মোহাম্মেদ আখতার পারভেজ, শাহজাদা মাহমুদ চৌধুরী এবং সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন। বিএসইসি ও সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সিএসইর লিডিং ট্রেকহোল্ডারদের সাথে আলোচনা সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী তাদের মতামত, সুপারিশ এবং দাবি-দাওয়াসমূহ মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, পূর্বের ঘটনাগুলো বিশ্লেষণ করে এবং আপনাদের অভিমত, দাবি-দাওয়া ও দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএসইসির কাজ মধ্যস্থতা করা নয়, বরং নতুন নিয়মকানুন প্রণয়ন, আইনের শাসন নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা।
লিডিং ট্রেকহোল্ডারদের আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
* কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য কমোডিটি রেগুলেশনস দ্রুত অনুমোদন।
* অদক্ষ, দুর্বল এবং নিষ্ক্রিয় তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ।
* বিনিয়োগকারীদের আবেদন ও প্রস্তাবনা সরাসরি বিএসইসিতে না পাঠিয়ে স্টক এক্সচেঞ্জ, ট্রেকহোল্ডার, মার্চেন্ট ব্যাংকসহ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রহণ ও বিশ্লেষণে একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
* বহুজাতিক কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণ।
* তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণায় অনিয়ম দূরীকরণ।
* বিভিন্ন ধরনের বন্ড ও সঞ্চয়পত্রের মতো নতুন প্রোডাক্ট পুঁজিবাজারে নিয়ে আসা।
* সিএসইর জন্য একক বা বিশেষায়িত প্রোডাক্ট দ্রুত অনুমোদন।
* ট্রেকহোল্ডারদের সক্রিয় করতে কার্যকরী সুযোগ-সুবিধা ও ব্যবসার সুযোগ বৃদ্ধি।
* অতি দ্রুত "বাই ব্যাক" আইন প্রণয়ন ও পরিপালন জোরদার করা।
* সিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনকে কার্যকর করা এবং শেয়ারবাজার উন্নয়নে তাদের ভূমিকা নিশ্চিত করা।
সিএসইর চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, শেয়ারবাজারের সমস্যাগুলো সকলের জানা এবং বিনিয়োগকারী, ট্রেকহোল্ডার, স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট সকলের প্রস্তাবনা ও সুপারিশগুলো বিবেচনা করে কার্যকরী উদ্যোগ ও দৃশ্যমান সমাধান প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন যে, আজকের আলোচনার ভিত্তিতে প্রাপ্ত সুপারিশগুলো ভবিষ্যতের দিকনির্দেশনায় প্রতিফলিত হবে। হাবিবুর রহমান সিএসইর তত্ত্বাবধানে কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালুর জন্য নির্দেশনা প্রদানের মাধ্যমে অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক উন্মোচনের আবেদন জানান।
সভায় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার সিএসইর বিভিন্ন দিক তুলে ধরেন, যেমন মাইলস্টোন, প্রযুক্তিগত সম্প্রসারণ, ট্রেকহোল্ডার কাঠামো, কমোডিটি ও ইক্যুইটি ডেরিভেটিভ, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেম এবং শরীয়াহ মার্কেট। তিনি কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতির কথা জানালে বিএসইসি প্রতিনিধি দ্রুত অনুমোদনের আশা ব্যক্ত করেন।
সিএসইর পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ মিউচ্যুয়াল ফান্ডের সমস্যা এবং নাসির উদ্দিন চৌধুরী তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির ট্যাক্স ব্যবধান কমানো এবং কালো টাকা সাদা করার বিষয়টি উল্লেখ করেন।
বৈঠকটি শেয়ারবাজারের বর্তমান সংকট থেকে উত্তরণ এবং এর দীর্ঘমেয়াদী উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস