ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সমন্বিত গ্রাহক হিসাবের সুদ নিয়ন্ত্রণে বিএসইসির নতুন পদক্ষেপ

২০২৫ মে ০৬ ১৮:০৪:৩৩
সমন্বিত গ্রাহক হিসাবের সুদ নিয়ন্ত্রণে বিএসইসির নতুন পদক্ষেপ

ডুয়া নিউজ: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নামে জমা রাখা অর্থ জমা হয় একক সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ)। এ হিসাবে ব্যাংক থেকে যে সুদ পাওয়া যায়, তা এতদিন ধরে বিতর্কিত অবস্থানে ছিল। বিনিয়োগকারীরা মূলধনের মালিক হলেও এই সুদের ওপর তাদের সরাসরি অধিকার ছিল না; আবার ব্রোকাররাও একে পুরোপুরি নিজেদের আয় হিসেবে দেখাতে পারতেন না।

বছরের পর বছর ব্রোকাররা এ সুদের অর্থ ব্যবহার করে আসছিলেন এবং তা থেকে করও পরিশোধ করেছেন। তবে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবার এ চর্চায় পরিবর্তন আনতে যাচ্ছে। সংস্থার মতে, সিসিএ থেকে প্রাপ্ত সুদ ব্যক্তিগত কোনো আয়ের উৎস নয় এবং এর ব্যবহার হওয়া উচিত নির্দিষ্ট ও স্বচ্ছ কাঠামোর মাধ্যমে।

এ লক্ষ্যে বিএসইসি একটি খসড়া বিধিমালা প্রকাশ করেছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সিসিএর মুনাফা আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে থাকবে না। এর ২৫ শতাংশ যাবে স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে, আর বাকি ৭৫ শতাংশ ব্যয় হবে বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির কাজে।

বিএসইসি বলছে, অতীতে ব্রোকাররা ইচ্ছা করলে এ সুদের অর্থ অনুপাতে বিনিয়োগকারীদের ফেরত দিতে পারতেন, কিন্তু তা হয়নি। বরং তা ব্যবহৃত হয়েছে অঘোষিত আয়ের খাতে। তাই এবার সংস্থাটি সরাসরি অর্থ ব্যবহারের নির্দেশনা দিচ্ছে।

তবে এ সিদ্ধান্তকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যেহেতু এ অর্থের উৎস বিনিয়োগকারীদের মূলধন, তাই তাদের সম্মতি ছাড়া তা অন্য খাতে ব্যয় করা অনৈতিক হবে। এছাড়া, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের কার্যকারিতা, এর তদারকি এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনের খসড়া সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং ১২ মে পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। যে কেউ এ বিষয়ে পরামর্শ বা আপত্তি জানাতে পারবেন।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, এটি এক ধরনের সম্পদ স্থানান্তরের উদ্যোগ। বিনিয়োগকারীদের আয়ের অংশ তাদের নিয়ন্ত্রণহীনভাবে অন্য খাতে ব্যয় করা হলে আস্থার সংকটে থাকা বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে, যেসব ব্রোকার সিসিএর সুদ থেকে নিয়মিত আয় করতেন, তাদের আয় হ্রাস পেলে তারল্য সংকট বাজারে নেতিবাচক প্রভাব দেখা যেতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে