ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
খালেদা জিয়ার আগমন ঘিরে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
                                    ডুয়া ডেস্ক: চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের বিশেষ ফ্লাইটে তার অবতরণের কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। দলীয় পতাকা ও ব্যানার হাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ভিড় করছেন। বিমানবন্দর সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় জড়ো হয়ে তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন।
বিশৃঙ্খলা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিমানবন্দর এলাকা ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে চাপ পড়তে পারে।
বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নির্ধারিত এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান নিয়েছে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন পর্যন্ত, ছাত্রদল লো মেরিডিয়েন থেকে খিলক্ষেত, যুবদল খিলক্ষেত থেকে র্যাডিসন হোটেল, মহানগর দক্ষিণ বিএনপি র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত।
এছাড়াও স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল কাকলী মোড় থেকে শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান নিয়েছে। ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দল শেরাটন থেকে বনানী কাঁচাবাজার এবং পেশাজীবী সংগঠনগুলো বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত এলাকায় অবস্থান করছে। মহিলা দল অবস্থান করছে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তিনি। তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। একই ফ্লাইটে করেই তিনি আজ দেশে ফিরছেন।
এই ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকে বলছেন, এটি শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি একটি রাজনৈতিক বার্তারও বহিঃপ্রকাশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)