ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পড়াশোনা ও চিকিৎসার অর্থ পাঠাতে নতুন সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

২০২৫ মে ০৫ ০৬:০৭:৩১
পড়াশোনা ও চিকিৎসার অর্থ পাঠাতে নতুন সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

ডুয়া নিউজ: বিদেশে চিকিৎসা, পড়াশোনা, প্রশিক্ষণসহ নির্দিষ্ট কয়েকটি খাতে অর্থ প্রেরণ সহজতর করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (০৪ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এ পদক্ষেপ বৈধ পথে বিদেশে অর্থ পাঠানোকে উৎসাহিত করবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অনুমোদিত ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার খরচ, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি ও চিকিৎসা সংক্রান্ত ব্যয়সহ নির্দিষ্ট কিছু খাতে রেমিট্যান্স পাঠাতে পারবে।

এর আগে কেবলমাত্র ব্যাংকগুলোর নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এই ধরনের লেনদেন করা যেত। নতুন নির্দেশনায় এই সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে, যা গ্রাহকদের জন্য বৈদেশিক লেনদেনকে সহজ ও সাশ্রয়ী করবে। বাংলাদেশ ব্যাংক এটিকে একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে দেখছে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে বিদেশে অর্থ পাঠানো উৎসাহিত হবে। এতে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার ধারা আরও জোরদার হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনায় ডলারের বাজারে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে ডলারের ব্যবহার ও বৈদেশিক লেনদেনের প্রক্রিয়া আরও উন্মুক্ত করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে