ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ই দেশের ভবিষ্যৎ গঠনের সুযোগ এনে দিতে পারে কিংবা বড় ধরনের ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে শুধুমাত্র শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের প্রতি একটি শক্ত বার্তা পৌঁছাবে—“বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত ও উন্মুক্ত”।
প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন সম্পর্কে পুরোপুরি সচেতন। তিনি উল্লেখ করেন, “ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল” বা “ফাইন্যান্সিয়াল টাইমস” পড়লেই স্পষ্ট বোঝা যায়, ব্রেটন উডস চুক্তির পর প্রতিষ্ঠিত অর্থনৈতিক শৃঙ্খলা, যা বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র মাধ্যমে পরিচালিত হতো, সেটি আজ ভাঙনের মুখে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম ও মালয়েশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপমুখী রপ্তানিনির্ভর অর্থনীতির ওপর ভর করে দ্রুত উন্নয়নশীল হয়ে উঠেছে। এ পথেই ধীরে ধীরে এগিয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। কিন্তু দক্ষিণ এশিয়া সেই তুলনায় পিছিয়ে ছিল। এখন হয়তো বাংলাদেশের সময় এসেছে বলে মনে করেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতি এই প্রক্রিয়ায় বাধা নয় বরং সহায়ক হতে পারে। এমনকি ইসলামপন্থীরাও এখন ব্যবসাবান্ধব হওয়ার প্রয়োজনীয়তা বুঝতে শুরু করেছে।
তবে শফিকুল আলম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লজিস্টিক খাতকে। তার মতে, বৃহৎ পরিসরে এবং দ্রুত গতিতে পণ্য পরিবহনের সক্ষমতা খুব শিগগিরই পরীক্ষার মুখে পড়বে। এই ক্ষেত্রে ব্যর্থ হলে, উৎপাদনশীল একটি জাতি হিসেবে আত্মপ্রকাশের আশা মুখ থুবড়ে পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ