ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
সরকারি বরাদ্দের সিমেন্ট-বালু সেন্টমার্টিন নয়, গেলো মিয়ানমারে!

ডুয়া ডেস্ক: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার কথা বলে ট্রলারে তোলা সরকারি বরাদ্দের সিমেন্ট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী পাচার হয়ে গেছে মিয়ানমারে—এমন অভিযোগে তোলপাড় চলছে। ট্রলারটিতে থাকা তিন মাঝিমাল্লারও কোনো খোঁজ মেলেনি এখন পর্যন্ত।
বুধবার (৩০ এপ্রিল) বিকালে টেকনাফ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে টিআর প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া মালামাল নেওয়া হয়। সংশ্লিষ্ট অনুমতিপত্রে ২০ বস্তা সিমেন্ট উল্লেখ থাকলেও পরে তা জালিয়াতির মাধ্যমে ৪০০ বস্তায় রূপান্তর করা হয়। অন্যান্য সামগ্রীর মধ্যে ছিল ৯ বান্ডিল টিন, ৭০ ফুট কাঠ, ৩০ কার্টুন টাইলস এবং ৩০০ ফুট বালু।
বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টা পর্যন্ত ট্রলারটি সেন্টমার্টিন না পৌঁছানোয় বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, অনুমতিপত্র দেখিয়ে মালামাল ট্রলারে তোলা হয়, তবে তা গন্তব্যে পৌঁছায়নি।
এ ঘটনায় একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে আছেন টেকনাফ বিচ ব্যবস্থাপনা কমিটির সদস্য আশিকুর রহমান, সেন্টমার্টিনের সাবেক ইউপি সদস্য আক্তার কামাল, স্থানীয় চিহ্নিত ব্যক্তিরা নুরুল ইসলাম, আবদুল মুনাফ ও কেফায়েত উল্লাহ।
আশিকুর রহমান গণমাধ্যমে দাবি করেন, বরাদ্দের অনুমতিপত্র তার নামে থাকলেও প্রকৃত মালামাল বুঝে নিয়েছেন ইউপি সদস্য মাহফুজা আক্তার। তিনি আরও বলেন, "আমার অজান্তে একটি চক্র আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।"
ইউপি সদস্য মাহফুজা আক্তারও দায় অস্বীকার করে বলেন, “আমরা অনুমতিপত্র হাতে পেলেও মালামাল বুঝে নেইনি। অনুমতিপত্র জাল করে অন্যরা এসব মালামাল তুলে মিয়ানমারে পাচার করেছে।”
ট্রলারে মালামাল তোলার দায়িত্বে থাকা কেফায়েত উল্লাহ বলেন, “সাবেক ইউপি সদস্য আক্তার কামাল আমাকে অনুমতিপত্র দেন, আমি সেই অনুযায়ী মালামাল ট্রলারে তুলি। পরে শুনি সেগুলো পাচার হয়ে গেছে।”
এ বিষয়ে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দীন বলেন, “২০ বস্তা সিমেন্টের অনুমতি দেওয়া হলেও জালিয়াতির মাধ্যমে ৪০০ বস্তা সিমেন্টসহ মালামাল পাচার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস