ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
দ্বিগুণ হচ্ছে প্রাথমিকে উপবৃত্তির টাকা
ডুয়া নিউজ: দুই দশকের বেশি সময় ধরে সরকার প্রাক-প্রাথমিক পর্যায় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে আসছে, যার মূল উদ্দেশ্য শিশুদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধ করা। সময়ের সঙ্গে সঙ্গে উপবৃত্তির অঙ্ক কয়েক দফা বাড়ানো হলেও এবার তা বাজার পরিস্থিতির সঙ্গে মিল রেখে দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে প্রায় ৮৬ লাখ শিক্ষার্থী এই উপবৃত্তির আওতায় রয়েছে। সরকারের বিশ্বাস, উপবৃত্তির পরিমাণ বাড়ালে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার আরও বাড়বে। এই লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপবৃত্তি দ্বিগুণ করার প্রস্তাব প্রণয়ন করে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে শিক্ষার্থীরা শিগগিরই নতুন হারে উপবৃত্তি পেতে শুরু করবে।
বর্তমানে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা মাসে ৭৫ টাকা, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ১৫০ টাকা এবং অষ্টম শ্রেণি পর্যন্ত যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ২০০ টাকা করে উপবৃত্তি পায়। এই অর্থ বছরে দুবার মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অভিভাবকদের হাতে পৌঁছে দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির উদ্দীন জানান, নতুন প্রস্তাবনায় সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি সমান হারে নির্ধারণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি, আগে প্রতি পরিবারে সর্বোচ্চ দুজন শিক্ষার্থী উপবৃত্তি পেত, সেই সীমাবদ্ধতা তুলে দেওয়ার প্রস্তাবও রয়েছে। এ প্রস্তাব কার্যকর হলে একাধিক সন্তানের ক্ষেত্রে কেউ বিদ্যালয় বিমুখ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ প্রস্তাব অনুমোদিত হলে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ধাপেই (জানুয়ারি-জুন) শিক্ষার্থীরা নতুন হারে উপবৃত্তির টাকা পেতে শুরু করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত