ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
প্রাথমিকের শিক্ষকদের জন্য আসছে সুখবর

ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন পাবেন। এতে করে শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণের পথে অগ্রসর হচ্ছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বাধীন ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ বেতন গ্রেড উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রস্তাবিত উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি বেতন স্কেল উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় চেকলিস্ট অনুযায়ী প্রস্তাবনা দেওয়ার নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি শতাধিক সুপারিশ করে গত ফেব্রুয়ারিতে সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে প্রাথমিক স্তরে শুরুর পদকে ‘শিক্ষক’ হিসেবে করার প্রস্তাব দেওয়া হয়। এই পদে নিয়োগপ্রাপ্তদের শুরুতে ১২তম গ্রেডে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে (মূল বেতন ১১,৩০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা যোগ হবে)। চাকরির দুই বছর পর তাদের স্থায়ী করা হবে এবং আরও দুই বছর পর তাঁরা ‘সিনিয়র শিক্ষক’ পদে উন্নীত হবেন, যার বেতন গ্রেড হবে ১১তম। এছাড়া প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুপারিশ করেছে পরামর্শক কমিটি।
ইতোমধ্যে উচ্চ আদালতের এক রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় এবং পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়া অনুযায়ী প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় প্রস্তাব পাঠাতে হবে। এরপর তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত