ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

নতুন ইতিহাস গড়তে চলেছেন ধোনি

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ এপ্রিল ২৫ ১৯:২৪:২৭
নতুন ইতিহাস গড়তে চলেছেন ধোনি

ডুয়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার (২৫ এপ্রিল) মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নতুন এক ইতিহাস গড়বেন ধোনি।

এই ম্যাচেই ৪৩ বছর বয়সী মাহেন্দ্র সিং ধোনি নিজের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচটি শিরোপা জয়ী এই তারকা এখনো চেন্নাইয়ের হয়ে নিয়মিত খেলছেন। তার নেতৃত্বগুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন।

তবে চলতি আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৮টি ম্যাচে ২টি জয় পাওয়ার পর হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই।

অন্যদিকে, হায়দ্রাবাদের অবস্থা একই রকম। তারা একই সংখ্যক ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচ জয়ী হয়েছে। প্লে-অফে জায়গা পেতে হলে এই ম্যাচে তাদেরও জয় প্রয়োজন।

শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও, চেন্নাই সুপার কিংস এখন নিজেদের ফিরে পাওয়ার জন্য মরিয়া। ধোনির ৪০০তম ম্যাচে যদি জয় আসে, তাহলে তা তাদের শেষ সময়ের প্রচেষ্টায় বড় প্রেরণা হতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃ'ত্যু

চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃ'ত্যু

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক... বিস্তারিত