ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি, দায়িত্বে নতুন মুখ
ডুয়া ডেস্ক: সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থানে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাহেলা পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ কার্যকর করে। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার। প্রজ্ঞাপনে বলা হয়, এ সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এ প্রসঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, “আমরা আন্দোলনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। ছাত্রদের যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। দায়িত্বে পরিবর্তন তারই অংশ। আমরা আশা করি, শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসবে।”
উল্লেখ্য, ছয় দফা দাবিতে বুধবার (১৬ এপ্রিল) সারাদেশে বিক্ষোভে ফেটে পড়েন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে প্রধান সড়ক অবরোধ করেন তারা। একাত্মতা জানিয়ে অন্যান্য জেলাতেও শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। দিন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানের সঙ্গে বৈঠক করে তাঁর অপসারণ দাবি জানায়।
আন্দোলন থেমে নেই—বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শিক্ষার্থীরা রেলপথ অবরোধ ও অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবিসমূহ-
১. ক্রাফট ইন্সট্রাক্টর ইস্যু: হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়া জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধ পদোন্নতি বাতিল, নিয়োগ সংশ্লিষ্টদের চাকরিচ্যুতির দাবি এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল।
২. কারিকুলাম ও ভর্তিনীতিতে সংস্কার: বয়সসীমা নির্ধারণসহ উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে পরিচালনার দাবি।
৩. চাকরিতে বৈষম্য দূর: ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত দশম গ্রেডের পদে নিয়োগ না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।
৪. কারিগরি প্রশাসনে কারিগরি শিক্ষিতদের নিয়োগ: পরিচালক থেকে অধ্যক্ষ—সব গুরুত্বপূর্ণ পদে কারিগরি শিক্ষাবিহীন জনবল নিয়োগ বন্ধ করে, দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ নিশ্চিত করতে হবে।
৫. স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন: কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় একটি স্বতন্ত্র মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি।
৬. উচ্চশিক্ষার সুযোগ: একটি আধুনিক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চারটি নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক ও মনোটেকনিক পাস করা শিক্ষার্থীদের শতভাগ ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি।
সরকার দাবি পূরণের আশ্বাস দিলেও শিক্ষার্থীদের আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। আগামী দিনের কর্মসূচিগুলোর দিকে তাকিয়ে রয়েছে গোটা শিক্ষা খাত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা