ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
চট্টগ্রাম
বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

ডুয়া নিউজ: চট্টগ্রামে জেলা প্রশাসকের বাসভবন এলাকার ডিসি হিলে পয়লা বৈশাখ উপলক্ষে সম্মিলিত উদযাপন পরিষদের অনুষ্ঠান মঞ্চে হামলা চালানো হয়েছে।
আজ রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। তারা মঞ্চের কাঠামো ভাঙচুর করার পাশাপাশি চেয়ারগুলো এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দেয়।
তবে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, "হামলা বলতে শুধু ব্যানার খুলে ফেলা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।"
জেলা প্রশাসক আরও বলেন, "৭টি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে থাকে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) বলেছে তারা এই প্রোগ্রাম আয়োজন করতে দিতে চায় না। কিন্তু তারা লিখিত কোনোকিছু দেয়নি। তারা কয়েকজনের নাম দিয়েছে বলেছে এরা প্রোগ্রামে থাকতে পারবে না। পরে তারা দলগত সিদ্ধান্ত নিয়েছে, স্বৈরাচারের দোসরদের প্রোগ্রাম করতে দেবে না। সন্ধ্যার দিকে এসে তারা শুধু ব্যানার খুলে নিয়েছে।"
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, "সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ২০ থেকে ২২ জন ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকোরেশনের কাপড় ছিঁড়ে ফেলল এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার মতো অবস্থা এখন আর নেই। আমি শুনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিল। ব্যাক স্টেজের ডিজাইন তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি।"
জানা গেছে, গত ১০ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজক কমিটির সঙ্গে বৈঠকে ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়। শর্তসাপেক্ষে, অংশগ্রহণকারী সংগঠনগুলোর নামের তালিকা পূর্বেই প্রশাসনকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে অনুষ্ঠান তদারকির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদারকি কমিটিও গঠন করা হয়।
এদিকে আজ রোববার জেলা প্রশাসন ‘ফ্যাসিস্টের দোসর’ অভিযোগ তুলে প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠনকে ডিসি হিলের পয়লা বৈশাখ উদ্যাপন অনুষ্ঠানে মঞ্চে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করে। বিকেলে এসব সংগঠনের নামের তালিকা সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সংগঠকদের কাছে পাঠানো হয়।
এর আগে সকালে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত বাংলা নববর্ষ উদ্যাপন মঞ্চ’ নামে একটি সংগঠন মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে। ‘ফ্যাসিস্ট হাসিনার চিহ্নিত দোসরদের’ নেতৃত্বে নববর্ষ উদ্যাপনের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠন এতে অংশ নেয়। জেলা প্রশাসক বরাবরে দেওয়া স্মারকলিপিতে ওই সংগঠনগুলোকে বর্ষবরণের মঞ্চ থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
সুদীপ্ত বিশ্বাস বিভু নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, "চট্টগ্রামের ডিসি হিলে বৈশাখী মঞ্চ ভাঙচুর করা হয়েছে। ২০ থেকে ২২ জন লোক সন্ধ্যার সময় অতর্কিতে ডিসি হিলে ঢুকে ভাঙচুর করে চলে গেছে। শুরু থেকেই চট্টগ্রামের জেলা প্রশাসক এবারের বর্ষবরণ অনুষ্ঠান পালনে বিভিন্নভাবে বাধা দিয়ে আসছিল। অনুমতি দেওয়া হয়েছে একেবারে শেষ মুহূর্তে। প্রশাসনের তরফ থেকে আয়োজকদের হুমকির সুরে বলা হয়েছে অন্তত ২০ থেকে ২২টা সংগঠনকে যেন অনুষ্ঠান মঞ্চে উঠতে দেওয়া না হয়। এর সঙ্গে ছিল নানামুখী অসহযোগিতা ও চাপ প্রয়োগ।"
এ বিষয়ে জাসাসের সদস্য সচিব ও নববর্ষ উদ্যাপন মঞ্চের সংগঠক মামুনুর রশিদ (শিপন) বলেন, "হামলা ও ভাঙচুরের বিষয়টি জানি না। তবে ডিসি হিলে স্বৈরাচারের দোসররা অনুষ্ঠান আয়োজন করেছে। যারা হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। আমরা বিষয়টি ডিসিকে স্মারকলিপি দিয়ে জানিয়েছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার