ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
ইসলামী সিকিউরিটিজ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন: নতুন শরিয়া কাউন্সিল গড়ছে বিএসইসি

ডুয়া ডেস্ক : বাংলাদেশের শেয়ারবাজারে শরিয়া ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল (এসএসি) গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সম্প্রতি কমিশন পুরনো ৯ সদস্যের কাউন্সিল বিলুপ্ত করার সিদ্ধান্ত জানিয়েছে।
শেয়ারবাজারে ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ ব্যবস্থাপনা ও ইসলামী ক্যাপিটাল মার্কেট গঠনের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএসইসি জানায়, ২০২৩ সালের ২৮ মে জারি করা আদেশের আলোকে গঠিত বর্তমান কাউন্সিল বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর গঠিত আরেকটি কমিটিও বাতিল করা হবে।
এর আগে, ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ পরিচালনা এবং ইসলামী ক্যাপিটাল মার্কেট গঠনের লক্ষ্যেই এই কাউন্সিল গঠন করা হয়েছিল। মূল সিদ্ধান্তটি এসেছিল সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্বাক্ষরিত এক নির্দেশনায়।
আরও আগে, ২০২২ সালের ১৬ অক্টোবর বিএসইসি শরিয়া অ্যাডভাইজরি কাউন্সিলের জন্য একটি বিধিমালাও প্রণয়ন করে, যা শরিয়া সম্মত সিকিউরিটিজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও মান প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছিল।
পূর্ববর্তী কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ। অন্যান্য শরিয়া স্কলারদের মধ্যে ছিলেন- মুফতি শহীদ রাহমানী, মুফতি ইউসুফ সুলতান, মুফতি ড. ওয়ালিউর রহমান খান এবং মাওলানা শাহ ওয়ালী উল্লাহ।
শিল্প ও বাজার বিশেষজ্ঞ হিসেবে ছিলেন অধ্যাপক আবু তালেব, এ কে এম নুরুল ফজল বুলবুল, অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া এবং মেজবাহ উদ্দিন আহমেদ।
নতুন কাউন্সিল গঠনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে শরিয়া ভিত্তিক সিকিউরিটিজের ভিত্তি আরও দৃঢ় হবে। এতে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং ইসলামী ক্যাপিটাল মার্কেটের পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত