ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা
ডুয়া নিউজ: চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং জানিয়েছেন, বাংলাদেশি পণ্য ২০২৮ সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা পাবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দুই বছর পর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। পাশাপাশি চীন ও বাংলাদেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চালানোরও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) চীন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিশ্রুতি
চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং জানান, তার দেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির উপলক্ষে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক বিনিময় বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, "চীন আশা করে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।"
বাংলাদেশের প্রতিশ্রুতি ও নতুন অর্থনৈতিক প্রকল্প
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বাংলাদেশের ‘এক-চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেন এবং বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এ যোগ দেওয়াকে গর্বের বিষয় হিসেবে দেখে।
চীনের সহযোগিতায় মোংলা বন্দর আধুনিকায়ন ও দাশেরকান্দি পয়োনিষ্কাশন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, গত বছর বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির জন্য একটি প্রটোকল স্বাক্ষরিত হওয়ায়, এ গ্রীষ্ম থেকেই রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়। এতে দুই দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয় এবং চীন এই সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপকে উৎসাহিত করতে সহযোগিতার আশ্বাস দেয়।
চীনের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, "আজকের বৈঠক বাংলাদেশ-চীন অংশীদারত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আসুন, আমরা একসঙ্গে কাজ করি—বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারত্বের নতুন যুগের সূচনা করি এবং আমাদের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করি।"
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি, রেল ও সড়ক পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল