ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
ফিলিস্তিনিদের সমর্থন করায় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেপ্তার

ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ রুমেসা ওজতুর্ক নামের এক তুর্কি ডক্টরেট শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং তাঁর ভিসা বাতিল করেছে। ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার কারণে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ম্যাসাচুসেটসের টাফটস বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর বয়সী এই শিক্ষার্থীকে বোস্টনের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। রুমেসাকে গ্রেপ্তার এবং ভিসা বাতিলের ঘটনায় বোস্টনের ফেডারেল আদালতে একটি পিটিশন দাখিল করেছেন তাঁর আইনজীবী মাশা খানবাবাই।
পিটিশনে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাতে তিনি বন্ধুদের সঙ্গে ইফতার করতে বের হলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা তাঁকে আটক করেন।
রুমেসার সমর্থকদের দাবি, ফিলিস্তিনিদের পক্ষে তাঁর অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের পর থেকে বোস্টন থেকে গ্রেপ্তার হওয়া প্রথম অভিবাসী শিক্ষার্থী হিসাবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সঙ্গে যুক্ত কিছু বিদেশি শিক্ষার্থীকে আটক করার চেষ্টা করেছে।
আইনজীবী খানবাবাই বলেন, “যে প্রবণতা আমরা দেখছি, তাতে রুমেসার বাক্স্বাধীনতার অধিকার চর্চার জন্য তাঁকে আটক করা হয়েছে।” আদালতের নির্দেশে বলা হয়েছে, রুমেসাকে ম্যাসাচুসেটসের বাইরে না পাঠাতে হবে অন্তত ৪৮ ঘণ্টার নোটিশ দেওয়ার আগে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, ওজতুর্ক হামাসকে সমর্থন করার কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা বিদেশি একটি 'সন্ত্রাসী' সংগঠন। এই ধরনের কর্মকাণ্ডকে তিনি মার্কিন সরকারের পররাষ্ট্রনীতির জন্য হানিকর বলে উল্লেখ করেন।
ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেনও রুমেসার গ্রেপ্তারকে নাগরিকের স্বাধীনতা রোধের একটি উদ্বেগজনক ঘটনা বলে নিন্দা করেছেন।
অতিরিক্তভাবে, রুমেসার প্রতি সমর্থন জানিয়ে সমারভিলে একটি সমাবেশের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির