ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯২ কর্মকর্তা

ডুয়া ডেস্ক: প্রশাসনে ১৯২ জন উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম সচিবদের পদায়ন বিষয়ে এখনও কোনো আদেশ জারি করা হয়নি। প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র পাঠাতে পারবেন, যা ই-মেইলে ([email protected]) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কর্মকর্তার কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। পরবর্তী সময়ে যদি কোন কর্মকর্তা সম্পর্কে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া যায় তবে প্রজ্ঞাপনে সংশোধনী বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রাখবে।
বর্তমানে প্রশাসনে যুগ্ম সচিব পদে ১০৩৫ জন কর্মকর্তা কর্মরত আছেন।
‘সরকারের উপ-সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপ-সচিব পদে কর্মরতদের বিবেচনায় নেয়া হয়।
বিধিমালায় বলা হয়েছে, উপ-সচিব পদে কমপক্ষে ৫ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরির অভিজ্ঞতা এবং মোট ২০ বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে কর্মকর্তারা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হতে পারেন।
তালিকা দেখতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা