ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯২ কর্মকর্তা
ডুয়া ডেস্ক: প্রশাসনে ১৯২ জন উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম সচিবদের পদায়ন বিষয়ে এখনও কোনো আদেশ জারি করা হয়নি। প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র পাঠাতে পারবেন, যা ই-মেইলে ([email protected]) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কর্মকর্তার কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। পরবর্তী সময়ে যদি কোন কর্মকর্তা সম্পর্কে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া যায় তবে প্রজ্ঞাপনে সংশোধনী বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রাখবে।
বর্তমানে প্রশাসনে যুগ্ম সচিব পদে ১০৩৫ জন কর্মকর্তা কর্মরত আছেন।
‘সরকারের উপ-সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপ-সচিব পদে কর্মরতদের বিবেচনায় নেয়া হয়।
বিধিমালায় বলা হয়েছে, উপ-সচিব পদে কমপক্ষে ৫ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরির অভিজ্ঞতা এবং মোট ২০ বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে কর্মকর্তারা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হতে পারেন।
তালিকা দেখতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস