ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
আবদুল হামিদের জন্য নিকুঞ্জের চেহারা যেভাবে বদলে দেওয়া হয়
ডুয়া ডেস্ক : বঙ্গভবনে এক দশকেরও বেশি সময় কাটিয়ে ২০২৩ সালের এপ্রিলে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা নিকুঞ্জে বসবাস শুরু করেন হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তবে তার আগেই পুরো এলাকায় ব্যাপক পরিবর্তন আনা হয়।
সাবেক রাষ্ট্রপতিকে খুশি করতে নিকুঞ্জকে নতুন রূপে সাজানো হয়। ফুলবাগান, ওয়াকওয়ে থেকে শুরু করে পরিপাটি রাস্তা নির্মাণ করা হয়। পরিত্যক্ত নিকুঞ্জ খালও নতুন করে রূপান্তরিত হয় দৃষ্টিনন্দন পদ্মফোটা লেকে।
জানা যায়, রাজউকের তত্ত্ববাধানে প্রকল্প বাস্তবায়ন করে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এতে ২৪ কোটি টাকারও বেশি অর্থ খরচ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সুখবিলাসের জন্য নিকুঞ্জ এলাকাজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ চালানো হয়। তিনি বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জে চলে আসার আগেই তার বাড়ির সামনের খাল সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়। প্রকল্পের অংশ না হলেও, পূর্বাচল নতুন শহরের জন্য খননকৃত একশ ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় ওই খালটি সংস্কার করা হয়।
রাজউক সূত্র জানায়, ১৯৯৬ সালে সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পর এমপি কোটায় নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকায় প্লট বরাদ্দের আবেদন করেন আবদুল হামিদ। সে অনুযায়ী ৯৭ সালের ৫ অক্টোবর তাকে তিন কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে ২০১১ সালে সেখানে বাড়ি নির্মাণের জন্য তিনি নকশা অনুমোদন নেন। সর্বমোট সাড়ে চার লাখ টাকায় প্লট রেজিস্ট্রি করেন আবদুল হামিদ।
আবদুল হামিদ সপরিবারে নিকুঞ্জের বাড়িতে ওঠার পর এলাকাটি রীতিমতো নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ছাড়া সাধারণের প্রবেশে ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হয়। তবে পট পরিবর্তনের পর আবদুল হামিদ পালিয়ে গেলে আলোচিত বাড়িটি এখন পরিত্যক্ত হয়ে পড়েছে।
বর্তমানে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা হামিদের বাড়ি একনজর দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ বাড়ি ও আশপাশের এলাকার ভিডিও ইউটিউবে আপলোড করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত