ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বেসরকারি চিকিৎসক-নার্সদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করবে সরকার

২০২৫ মার্চ ১৩ ১৭:৪৮:৫৮
বেসরকারি চিকিৎসক-নার্সদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করবে সরকার

ডুয়া ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের জন্য সরকার সর্বনিম্ন বেতন নির্ধারণ করবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি জানান।

সায়েদুর রহমান বলেন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) দাবি করা হয়েছে। তবে এটি বাস্তবায়ন করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কারণ এই কাঠামোটি ইউনিফর্ম নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকদের বেতন ভিন্ন হতে পারে।

তবে তিনি জানান, চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাবনা দেওয়া হবে। তিনি আরও বলেন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর মালিকদের সঙ্গে আলোচনা করে অতি শীঘ্রই চিকিৎসক ও তাদের সহায়ক নার্সসহ অন্যান্যদের জন্য একটি সর্বনিম্ন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করা সম্ভব হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে