ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

চালুর এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ

২০২৫ মার্চ ১১ ১৯:৫৭:৩২
চালুর এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ

ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা ঘটছে। এমতাবস্থায় নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার (১০ মার্চ) বিকাল ৪টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন নম্বর চালু করেছে। এই উদ্যোগের পর এক রাতেই শতাধিক নারী নির্যাতনের অভিযোগ জমা পড়েছে হটলাইনে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার চালুর পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক।

সেখানে কেউ টেলিফোন নম্বর, বেসরকারি হাসপাতালের চিকিৎসকের নাম বা মোবাইল নম্বর জানতে চেয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগ পাওয়ার পর দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে থানার কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

যেসব অভিযোগে তাৎক্ষণিক পদক্ষেপ সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার অনুরোধ জানিয়েছে।

প্রসঙ্গত, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের হটলাইন এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা দ্রুত সহায়তা প্রদান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সহায়ক হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে