ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
মাথায় টুপি পরে ইফতারিতে অভিনেতা থালাপাথি বিজয়
ডুয়া ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপাথি বিজয়। কয়েকদিন আগেই সিনেমার জগতকে বিদায় জানিয়েছেন এই অভিনেতা।
গতবছর অর্থাৎ, ২০২৪ সালে ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দেন বিজয়। তার লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।
এরই মধ্যে নিজের দল গুছিয়ে নিতে শুরু করেছেন বিজয়। বাংলাদেশের মতো ভারতেও চলছে পবিত্র রমজান। আর মুসলমানদের পবিত্র এই মাসে রোজা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন তিনি।
বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতা এবং চলচ্চিত্র জগতের অনেক পরিচিত মুখ ইফতারে অংশ নেন। চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল সেই ইফতারে। প্রায় তিন হাজার মানুষকে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছিল।
ভারতের সংবাদ সংস্থা এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইফতারের একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে, সাদা কুর্তা এবং মাথায় টুপি পরা অবস্থায় বিজয় বসে আছেন।
ইফতারের আগে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে বিজয়কে। সে সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর হতে দেখা যায় বিজয়সহ উপস্থিত সকলকে।
দক্ষিণী সুপারস্টারের এই ভিডিও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তার এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়াসের প্রশংসা করেছেন। ভক্তরা সামাজিক মাধ্যমে তার এই কাজকে সাহসী এবং অন্তর্ভুক্তিমূলক বলে উল্লেখ করেছেন।
এর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ু রাজ্যে ঝড় তুলেছেন থালাপাথি বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের পর প্রথম সমাবেশে তিন লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে। এটি তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের একটি বড় প্রমাণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ