ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম! যা জানা গেল
ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মাহফুজ আলম। বিষয়টি মোটামুটি চূড়ান্ত বলে একাধিক সূত্রে জানা গেছে। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন দেওয়া হবে।
তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নাহিদ ইসলাম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগের পর এ দুই মন্ত্রণালয়ের বিষয়টি আলোচনা আসে।
সূত্র জানায়, নতুন রাজনৈতিক দল গঠনের কারণে নাহিদ ইসলামের পদত্যাগ অত্যন্ত জরুরি ছিল। এর ফলে পরবর্তী তথ্য উপদেষ্টা কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের নাম প্রাধান্য পায়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায়, প্রধান উপদেষ্টা শেষ মুহূর্তে তাকে ছাড়তে চাইলেন না। তাই শফিকুল আলমকে সম্প্রতি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর তথ্য উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের নাম চূড়ান্ত করেন প্রধান উপদেষ্টা।
জানা গেছে, মাহফুজ আলম ১০ নভেম্বর তথ্য উপদেষ্টা হিসেবে শপথ নেন, যদিও তিনি পূর্বে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়েছিলেন। তিনি গণ-অভ্যুত্থান পরবর্তী ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি