ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
রাজশাহীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

ডুয়া নিউজ: উৎকর্ষের পথে অভিযাত্রা নিয়ে রাজশাহীতে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ১৮১তম শাখা ‘কেশরহাট শাখার’ উদ্বোধন করা হয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে ব্যাংকটির নতুন শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা এবং গ্রাহকদের আস্থায় সোশ্যাল ইসলামী ব্যাংক পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, সুশাসন প্রতিষ্ঠা ও শরীআহ বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এর ফলে জনগণ সম্পূর্ণরূপে শরীআহভিত্তিক ব্যাংকিং সেবা পাবেন। তিনি বলেন, শরীআহ ভিত্তিক ব্যাংকিং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কল্যাণময়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক সংকট কাটিয়ে ইতিবাচক পথে ফিরে এসেছে এবং প্রান্তিক জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ এলাকার জনগণ নতুন শাখা থেকে উপকৃত হবে।
বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, এসআইবিএল একটি সুপরিচিত ব্যাংক হিসেবে পরিচিত ছিল। দেশের সার্বিক বিপর্যয়ের মধ্যে এটি স্ব-মহিমায় ফিরে আসার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে এসআইবিএলে এসে কোনো গ্রাহক খালি হাতে ফেরেন না এবং নতুন শাখার মাধ্যমে ব্যাংক গ্রাহকদের ভালবাসা ও আস্থার দিকে ফিরে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক বর্তমানে কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরে এসেছে। সব ধরনের বিল গ্রহণ, বিইএফটিএন, আরটিজিএস, ইন্টারনেট ব্যাংকিংসহ সব সেবা চালু রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ এলাকার ব্যবসায়ী ও সকল স্তরের জনগণ ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা