ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
হাসনাত আব্দুল্লাহ ও আরিফকে অবাঞ্ছিত ঘোষণা
ডুয়া ডেস্ক: গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে ‘বেইমানি করে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সমন্বয়ে’ মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ হোসেন এবং সহ-সমন্বয়ক রুদ্রকে অবাঞ্ছিত ঘোষণা এবং জেলা কমিটি স্থগিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদত্যাগকারী নেতাকর্মীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবী-আহতের ব্যানারে নবগঠিত কমিটি থেকে পদত্যাগকারী নেতাকর্মীদের পক্ষে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নবগঠিত মানিকগঞ্জ কমিটি স্থগিত করে আহতদের যথাযথ মর্যাদা প্রদানের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
লিখিত বক্তব্যে সদ্য পদত্যাগকারী যুগ্ম-সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু জানান, গত ২০ ফেব্রুয়ারি সকালে ৭ লাখ টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের নিয়ে নতুন পকেট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির আহ্বায়ক একজন বহিরাগত, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব ছাত্রলীগের সঙ্গে হামলা করে এবং আহমেদ অনিক যুবলীগের কর্মী। এ ছাড়া কমিটিতে অন্তত ২০ জন ছাত্রলীগ সদস্য ও তাদের অনুসারী রয়েছে।
পদত্যাগকারী যুগ্ম সদস্য সচিব মো. নাসিম খান বলেন, ছাত্র আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অযোগ্য এবং বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে। এ কারণে নতুন কমিটি প্রত্যাখ্যান করে ইতিমধ্যে তিন শতাধিক সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এ ধরনের পকেট কমিটি করায় তীব্র নিন্দা জানানো হয় এবং জেলা কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং সহ-সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মানিকগঞ্জের পকেট কমিটি বাতিল না করলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে এবং কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এ সময় পদত্যাগকারী সদস্যরা উপস্থিত ছিলেন—শাকিল হোসেন, কায়সার আহমেদ, বনি আহমেদ, আরমান হোসেন, যুগ্ম সদস্য সচিব মো. নাসিম খান, সংগঠক কাউসার আহমেদসহ অন্যরা।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়