ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
কিছু কিছু জিনিস রাজনীতির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, “কিছু কিছু জিনিস আমি রাজনীতির বাইরে রাখতে চাই। রাজনীতি বহু প্রতিষ্ঠানের ক্ষতি করেছে; চেষ্টা করছি আমাদের জাতীয় সত্ত্বার পরিচায়ক, এসব ব্যাপারে সবাই যাতে আমরা এক জায়গায় হতে পারি।”
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
সভায় আরও বক্তৃতা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর আহ্বায়ক শামসুজ্জামান দুদু, আইন অনুষদের ডীন অধ্যাপক ইকরামুল হক, চারুকলা অনুষদের ডীন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং শহীদ পরিবারের পক্ষে অধ্যাপক সাজেদা বানু। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ।
অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন , “বিশ্ববিদ্যালয় ও এর বাইরে যারা বিশ্ববিদ্যালয়ের পরিবারের শহীদ আছেন তাদের কবরগুলো আমরা চিহ্নিত করতে চাই। আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে বা কোন তথ্য পান তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন, এটি আমাদের কাজে অনেক হেল্পফুল হবে, আমি এই তথ্যগুলো সম্পূর্ণ করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করেন উপাচার্য।
উপাচার্য বলেন, এই ধরনের অনুষ্ঠানে আমাদের থাকা দরকার কারণ এটি হচ্ছে নিজের পরিচয়ের প্রকাশ। শহীদদের স্মরণের মধ্যে দিয়ে আমরা মূলত আমাদের নিজেদের পথকে সংরক্ষণ করছি। যে পথ হেঁটে এসেছি সেটা আর ফিরে তাকানোর কোন সুযোগ নেই।
“কতটুকু করলাম, কতটুকু দায় শোধ হলো তা স্মরণ করা দরকার। স্মরণ করা দরকার কারণ আমরা মানুষ। যে বিরাট দায়িত্ব আমাদের দেয়া হয়েছে তার দায় হচ্ছে অন্যের অবদান স্বীকার করা,” বলেন উপাচার্য।
তিনি বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে দিয়ে যতটুকু পারি করার চেষ্টা করছি। আমি মনে করি, এর মাধ্যমে শহীদদের প্রতি সম্মান দেখানো সম্ভব। শিক্ষা কার্যক্রম অনেকটা অচল হয়ে গিয়েছিল সেটা এখন ঠিক হয়েছে, হলগুলো এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছে। একটা শৃঙ্খলা ফিরে এসেছে, একশো ভাগ না হলেও কাছাকাছি এসেছে।
অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, কিছু বিচারের কাজ একটু শুরু করার চেষ্টা করছি। অন্যায়ের বিরুদ্ধে যারা লড়েছেন তাদেরকে সম্মাননা জানানোর চেষ্টা করছি। আমার প্রশাসনে যারাই আছেন সবাই সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করছে। ভুল হচ্ছে, দশটা কাজ করছি তিনটা ভুল হচ্ছে। কোন কোনটা ভালভাবে ভুল হচ্ছে আবার দুই একটা ভালোও হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান চর্চাই হয় না, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো ক্রান্তিলগ্নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং অভিষ্ঠ লক্ষ্যও অর্জন করেছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনাসহ অনেক ক্ষেত্রেই রয়েছে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জনকারী শিক্ষার্থীদের কৃতিত্ব। সেই ঐতিহ্য যেন মলিন হয়ে না যায়, আমাদেরকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, সহকারী প্রক্টর ও শিক্ষকবৃন্দ এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, সৈয়দ আমিনুর রহমান মাইকেল, রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী, মো. তহা প্রমূখ।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার পক্ষ থেকে মিরপুর ও রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি