ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
টিএসসি: যানজটমুক্ত এক নতুন দিন
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিশেষ করে ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছুটির দিনগুলোতে সাধারণত যানজট লেগেই থাকে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এলাকা যানজটমুক্ত দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, সাতটি প্রবেশমুখে গাড়ি চলাচল সীমিত করা হয়েছে, যার ফলে বহিরাগত যানবাহনগুলো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না। এরফলে ক্যাম্পাসে আজ যানজট তৈরি হয়নি। শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন থেকে প্রতিদিন শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই গাড়ি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখ হলো: পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়। সরেজমিনে দেখা গেছে, প্রবেশমুখগুলোতে গাড়ি প্রতিরোধক ব্যারিকেড গড়ে তোলা হয়েছে এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা এ যানবাহন নিয়ন্ত্রণ করছে।
শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের গাড়ি, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যানবাহন এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করতে বলা হয়েছে।
রাত ৮ টায় শাহবাগ এলাকায় দেখা যায়, প্রক্টরিয়াল টিমের সদস্যরা গাড়ি প্রবেশে বাধা দিচ্ছেন, তবে কিছু গাড়ি এবং রিকশা উল্টো পথে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে। একজন সদস্য বলেন, "আজকে প্রথম দিন হওয়ায় অনেকেই পরিবেশনার শর্ত মেনে চলতে রাজি হচ্ছেন না। তারা জোর করে ক্যাম্পাসে ঢুকবার চেষ্টা করছেন।"
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা জানান, আজ ক্যাম্পাসে যানজট কম থাকার কারণে তারা স্বস্তির মধ্যে সময় কাটাতে পেরেছেন। তারা বলছেন, আজ শুক্রবার হওয়া স্বত্বেও তেমন ভিড় ও যানজট ছিল না, যা অন্যান্য দিনে দেখা যায়। এটি আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, আমরা পুরো ডিসেম্বর মাসজুড়ে এই গাড়ি নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছি নিরাপত্তার স্বার্থে। নগরবাসীর সহযোগিতা কামনা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ