ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
টিএসসি: যানজটমুক্ত এক নতুন দিন

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিশেষ করে ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছুটির দিনগুলোতে সাধারণত যানজট লেগেই থাকে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এলাকা যানজটমুক্ত দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, সাতটি প্রবেশমুখে গাড়ি চলাচল সীমিত করা হয়েছে, যার ফলে বহিরাগত যানবাহনগুলো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না। এরফলে ক্যাম্পাসে আজ যানজট তৈরি হয়নি। শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন থেকে প্রতিদিন শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই গাড়ি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখ হলো: পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়। সরেজমিনে দেখা গেছে, প্রবেশমুখগুলোতে গাড়ি প্রতিরোধক ব্যারিকেড গড়ে তোলা হয়েছে এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা এ যানবাহন নিয়ন্ত্রণ করছে।
শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের গাড়ি, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যানবাহন এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করতে বলা হয়েছে।
রাত ৮ টায় শাহবাগ এলাকায় দেখা যায়, প্রক্টরিয়াল টিমের সদস্যরা গাড়ি প্রবেশে বাধা দিচ্ছেন, তবে কিছু গাড়ি এবং রিকশা উল্টো পথে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে। একজন সদস্য বলেন, "আজকে প্রথম দিন হওয়ায় অনেকেই পরিবেশনার শর্ত মেনে চলতে রাজি হচ্ছেন না। তারা জোর করে ক্যাম্পাসে ঢুকবার চেষ্টা করছেন।"
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা জানান, আজ ক্যাম্পাসে যানজট কম থাকার কারণে তারা স্বস্তির মধ্যে সময় কাটাতে পেরেছেন। তারা বলছেন, আজ শুক্রবার হওয়া স্বত্বেও তেমন ভিড় ও যানজট ছিল না, যা অন্যান্য দিনে দেখা যায়। এটি আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, আমরা পুরো ডিসেম্বর মাসজুড়ে এই গাড়ি নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছি নিরাপত্তার স্বার্থে। নগরবাসীর সহযোগিতা কামনা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা