ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের সংস্কার প্রয়োজন: উপাচার্য
ডুয়া নিউজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, প্রাথমিক শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ছাড়া দেশের মানবসম্পদের উন্নয়ন সম্ভব নয়। এসব ক্ষেত্রে সংস্কার করলে দেশের মানুষ উন্নত দেশগুলোর মতো এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ‘উচ্চ শিক্ষায় একাডেমিক পারফরম্যান্সের উপর ক্লাসে অনুপস্থিতির প্রভাব সরকারের উপর একটি অধ্যয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী এবং শিক্ষক পরিষদের সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দীন।
উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হবে। যেসব প্রতিষ্ঠানের পাসের হার ৯৮ থেকে ১০০ শতাংশ নয়, সেগুলোকে মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হবে। প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতেও মনিটরিং সিস্টেম চালু করা হবে।
তিনি জানান, প্রতিটি জেলায় মনিটরিং টিম গঠন করা হবে। এতে সুশীল সমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে ‘সোশ্যাল মনিটরিং’ নিশ্চিত করা হবে। এসব টিম শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়াতে কাজ করবে।
শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সঠিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য পরবর্তী বাজেটে তাদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহাঃ তৌহিদুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সামসুল হক, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া এবং জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র