ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

চটকদারি কথা বলার রাজনীতি ভবিষ্যতে আর চলবে না: সাদিক কায়েম

২০২৬ জানুয়ারি ২৫ ২১:৩০:১০

চটকদারি কথা বলার রাজনীতি ভবিষ্যতে আর চলবে না: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গত ৫৪ বছর ধরে চলে আসা ‘চটকদারি কথা বলার রাজনীতি’ ভবিষ্যতে আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, অতীতের শাসকরা সুন্দর সুন্দর কথার আড়ালে জনগণের সঙ্গে কেবল প্রতারণাই করেছে। কিন্তু সচেতন ছাত্র-জনতা আগামীতে এমন অপরাজনীতি রুখে দেবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

সাদিক কায়েম তার বক্তব্যে আসন্ন গণভোট বা ‘হ্যাঁ-না’ ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, “সব রাজনৈতিক দলকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। দুঃখজনক যে, একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে বক্তৃতা দিলেও গণভোটে ‘হ্যাঁ’ রায়ের পক্ষে একটি শব্দও উচ্চারণ করছে না। আপনাদের অবস্থান পরিষ্কার করুন। আপনারা ‘হ্যাঁ’ নাকি ‘না’-এর পক্ষে, তার ওপরই আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।” তিনি আরও বলেন, যারা ‘না’ এর পক্ষে যাবে, ১২ ফেব্রুয়ারির ভোটে দেশের মানুষ তাদের উচিত জবাব দেবে।

পুরান ঢাকার অতীত অরাজকতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এই জনপদে আমরা পাথর দিয়ে মানুষ মারার মতো নৃসংসতা ও চরম জুলুম দেখেছি। এখানে ইনসাফ কায়েম করতে হলে এনায়েত উল্লাহ ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিকে বিজয়ী করতে হবে।”

বেকারত্ব নিরসনে জামায়াতে ইসলামীর পরিকল্পনার কথা উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, “আমাদের আমীর ঘোষণা দিয়েছেন, জামায়াত ক্ষমতায় আসলে ৪০ লাখ যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। বর্তমানে দেশে বেকার যুবকের সংখ্যা ২৫ লাখ; অর্থাৎ আমরা সবার জন্য চাকরির ব্যবস্থা করব। ইনশাআল্লাহ, দেশে আর কোনো বেকার থাকবে না।”

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে সারাদেশে নির্বাচনী প্রচারণা উৎসবমুখর পরিবেশে চলছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ