ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আরএফএল গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

২০২৬ জানুয়ারি ২২ ১১:৫০:০৩

আরএফএল গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর একটি আরএফএল গ্রুপ তাদের করপোরেট সেলস বিভাগে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ ও ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, করপোরেট সেলস বিভাগের আওতায় এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে অনির্দিষ্ট সংখ্যক জনবল নেওয়া হবে। এ পদে আবেদনকারীদের স্নাতক, বিবিএ, স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ থেকে সর্বোচ্চ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা উল্লেখ করা হয়নি।

চাকরিটি ফুলটাইম ভিত্তিতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হিসেবে ঢাকা ও চট্টগ্রাম নির্ধারণ করা হয়েছে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করা হবে।

আগ্রহী প্রার্থীরা চাকরিটির বিস্তারিত জানতে এবং আবেদন করতে নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতেএই লিংকে ক্লিক করুন

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত