ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

হাফিজ উদ্দিন খানের মৃ'ত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

২০২৬ জানুয়ারি ২২ ১০:৩৫:১১

হাফিজ উদ্দিন খানের মৃ'ত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের প্রখ্যাত ব্যক্তিত্ব এম হাফিজ উদ্দিন খান-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি মরহুমের মৃত্যুতে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের দীর্ঘ ও কর্মবহুল জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও সমাজের জন্য তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রফেসর ইউনূস বলেন, ‘এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্র পরিচালনায় তার নৈতিক দৃঢ়তা ও নিষ্ঠা আমাদের জন্য অনুসরণযোগ্য উদাহরণ।’

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনেও মরহুম ছিলেন তার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। জীবনের নানা পর্যায়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা তাকে সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় এবং পরবর্তীকালে সুশাসন প্রতিষ্ঠায় এম হাফিজ উদ্দিন খানের সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনাসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত