ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

২৭ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল এনসিপি

২০২৬ জানুয়ারি ১৮ ১৭:৫০:০৯

২৭ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। বাকি তিনটি আসনে প্রার্থী শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে এনসিপির প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষিত তালিকায় দেখা গেছে, ঢাকা-১১ আসনে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদস্যসচিব আখতার হোসেন। এছাড়া কুমিল্লার-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ প্রার্থী হয়েছেন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ, দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ এবং ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম লড়বেন।

তালিকায় আরও রয়েছেন টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী এবং নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির।

এছাড়া ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি ঐক্যের অংশ হিসেবে এনসিপি বর্তমানে ৩০টি আসন পেলেও তাদের ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইসলামী আন্দোলন নির্বাচনি সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় জামায়াতের সঙ্গে আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। সমঝোতা সফল হলে এনসিপির আরও কিছু আসন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪... বিস্তারিত