ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

গণতন্ত্র সুসংহত করতে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু

২০২৬ জানুয়ারি ১৬ ২১:১৮:১৬

গণতন্ত্র সুসংহত করতে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র সুসংহত করতে হলে রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। তিনি সতর্ক করে বলেন, যখনই রাষ্ট্রের ক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখনই নাগরিকরা অসুবিধা ও নিপীড়নের মুখে পড়েন এবং সমাজে ফ্যাসিজমের জন্ম হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম অ্যাকাডেমি প্রাঙ্গণে ‘চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদ’ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, "জনগণ বলতে কেবল একটি সমষ্টি নয়, বরং প্রতিটি নাগরিককে ব্যক্তিগতভাবে শক্তিশালী হতে হবে। আগামী দিনের বাংলাদেশে এই মৌলিক পরিবর্তন আনতে হবে। বিগত বছরগুলোতে রাষ্ট্রের ক্ষমতা অতিরিক্ত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল এবং দেশ এক গভীর হতাশায় নিমজ্জিত হয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে এখন রাষ্ট্রের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও জনগণের হাত শক্তিশালী করার বিকল্প নেই।"

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমাদের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। প্রতিটি মানুষের স্বাধীনভাবে কাজ করার অধিকার রয়েছে। আমরা চাই আপনারা সমাজের প্রতিটি স্তরে অংশগ্রহণ করুন এবং নেতৃত্বে এগিয়ে আসুন।"

নারীদের ক্ষমতায়ন নিয়ে বিশেষ বার্তা দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "নারীদের সব ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হতে হবে এবং নেতৃত্বের আসনে বসতে হবে। টেকসই উন্নয়ন এবং প্রকৃত ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ অপরিহার্য।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আতাউর রহমান এবং বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সভায় পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত