ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
রাফসানের বিয়ের পর নীরবতা ভাঙলেন সাবেক স্ত্রী এশা
বিনোদন ডেস্ক: উপস্থাপক রাফসান সাবাবের সাম্প্রতিক বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা নতুন মোড় নেয়, যখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তাঁর সাবেক স্ত্রী সানিয়া শামসুন এশা। দীর্ঘ নীরবতা ভেঙে তিনি স্পষ্ট করে জানান, অতীতের পরিচয় পেছনে ফেলে তিনি এখন নিজের জীবন ও পেশাগত পরিচয় গড়ে তুলতেই মনোযোগী।
কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে রাফসান সাবাবের বিয়ের দুই দিন পর, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক স্বামীর নাম উল্লেখ না করেই নিজের অবস্থান তুলে ধরেন চিকিৎসক সানিয়া এশা।
পোস্টে এশা লেখেন, দেশের মানুষ মোটামুটি সবাই জানেন বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। তাই এ নিয়ে নতুন করে ব্যাখ্যার প্রয়োজন তিনি অনুভব করেন না। জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়িয়ে পড়তে চান না বলেও জানান।
নিজের কঠিন সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে এশা লেখেন, তিনি দীর্ঘ এক মানসিক সংগ্রামের মধ্য দিয়ে গেছেন। অনেক কষ্ট সহ্য করেছেন, গভীর মানসিক আঘাত অতিক্রম করেছেন এবং সেই জায়গা থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করেছেন।
তিনি আরও জানান, এই পুরো যাত্রায় কাছের মানুষদের পাশাপাশি বহু অচেনা মানুষের কাছ থেকেও তিনি ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। তাদের প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে সানিয়া এশা বলেন, এখন তাঁর সমস্ত মনোযোগ নিজের জীবন ও ক্যারিয়ার ঘিরে। তিনি এমন কিছু গড়ে তুলতে চান, যা কোনো সংকট বা বিপর্যয়ে তাঁকে ছেড়ে যাবে না। অতীতের কোনো পরিচয় কিংবা আগের সম্পর্কের সূত্র ধরে পরিচিত হতে তিনি আর আগ্রহী নন বলেও স্পষ্ট করেন। তাঁর পরিচয় তিনি একটিই রাখতে চান ডা. এশা, একটি নাম ও একটি পরিচয়, যার পাশে দাঁড়াতে তিনি গর্ব অনুভব করবেন।
উল্লেখ্য, প্রায় তিন বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০২৩ সালের শেষদিকে সানিয়া শামসুন এশার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন রাফসান সাবাব। এর আগে ২০২০ সালের অক্টোবরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প