ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

পবিত্র শবে মেরাজ আজ

২০২৬ জানুয়ারি ১৬ ১২:৫২:২৭

পবিত্র শবে মেরাজ আজ

ধর্ম ডেস্ক: আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অলৌকিক এই রজনীটি দেশব্যাপী যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত এই রাতে মহান আল্লাহর বিশেষ আমন্ত্রণে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আরশে আজিমে আরোহণ করে পরম করুণাময়ের দিদার লাভ করেছিলেন।

ইসলামী ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে ৬২১ খ্রিষ্টাব্দের এই পবিত্র রাতে জিবরাইল (আ.)-এর সাথে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে চড়ে নবী করিম (সা.) প্রথমে মক্কা শরিফ থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসে (মসজিদুল আকসা) গমন করেন। সেখানে তিনি সকল নবী-রাসুলের জামাতে ইমামতি করেন, যাকে পবিত্র কোরআনে ‘ইসরা’ হিসেবে অভিহিত করা হয়েছে। এরপর তিনি ঊর্ধ্বাকাশে ভ্রমণ বা ‘মেরাজ’-এর মাধ্যমে সিদরাতুল মুনতাহা ও বায়তুল মামুরসহ জান্নাত-জাহান্নামের বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহর সরাসরি সান্নিধ্য লাভ করেন।

শবে মেরাজ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্ববহ একটি রাত। কারণ, এই সফরের মাধ্যমেই মহান আল্লাহ তায়ালা মানবজাতির জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত বা নামাজ আদায়ের বিধান উপহার হিসেবে প্রদান করেন। রাসুলুল্লাহ (সা.) আল্লাহর মেহমান হিসেবে এই অনন্য বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। এছাড়া দেশের প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও খানকায় ওয়াজ মাহফিল, জিকির-আসকার এবং বিশেষ নফল ইবাদতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা আজ রাতভর কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও গুনাহ মাফের প্রার্থনা করবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত