ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

শর্ত সাপেক্ষে কাল থেকেই মাঠে ফিরছেন ক্রিকেটাররা

২০২৬ জানুয়ারি ১৫ ২১:৫৮:২৬

শর্ত সাপেক্ষে কাল থেকেই মাঠে ফিরছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: সব ধরনের ক্রিকেট বয়কটের কঠোর অবস্থান থেকে অবশেষে সরে আসার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ এবং সামনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা বিবেচনা করে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই খেলায় ফিরতে রাজি হয়েছেন ক্রিকেটাররা। তবে এজন্য বিসিবির কাছে নির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো ক্রিকেটারদের বয়কটের কারণে স্থগিত হয়ে যাওয়ার পর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানায় কোয়াব। মূলত আসন্ন ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, নেপালে চলমান মেয়েদের বিশ্বকাপ বাছাই এবং দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, “বিপিএল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের অনূর্ধ্ব-১৯ দল ও নারী জাতীয় দল এখন আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যস্ত। সব ধরনের খেলা বন্ধ রাখলে এর নেতিবাচক প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে। তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোয়াব। তবে তারা পরিষ্কার করেছে যে, নাজমুল ইসলামের পরিচালক পদ থেকে চূড়ান্ত অপসারণের যে প্রক্রিয়া বিসিবি শুরু করেছে, সেটি চলমান থাকতে হবে।

ক্রিকেটারদের প্রধান শর্তসমূহ:

১. যেহেতু বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন, তাই তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২. তাঁর পরিচালক পদ নিয়ে বিসিবি যে আইনি ও প্রক্রিয়াগত ব্যবস্থা নেওয়ার জন্য সময় চেয়েছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কোয়াব জানিয়েছে, বিসিবি এই শর্তগুলো মেনে নেওয়ার নিশ্চয়তা দিলে এবং নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার থেকেই বিপিএলের স্থগিত হওয়া খেলাগুলো পুনরায় শুরু করতে তারা প্রস্তুত।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত