ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
নিয়োগ স্বচ্ছতায় প্রশ্ন, চবি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দেড় বছরে হওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তুলে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপ্রাপ্তদের নাম-পরিচয় ও বিস্তারিত তথ্য প্রকাশ না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রশাসনিক ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে এ দাবি তুলে ধরেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, গত ১৫ মাসে বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, সেসব নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। ছাত্রদল কোনোভাবেই এসব অনিয়ম মেনে নেবে না। ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ সংক্রান্ত সব তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে।
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার থেকে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) উপস্থিত না থাকায় তার কাছে এসে দাবি জানিয়েছেন। তাদের উত্থাপিত অভিযোগ ও দাবির বিষয়টি তিনি উপাচার্যকে অবহিত করবেন বলে জানান।
এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চবি ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিন্ডিকেট সভার মাধ্যমে অবৈধ নিয়োগের অভিযোগ তুলে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিও জানানো হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম