ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় এক ঐতিহাসিক রায়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে, এখন থেকে কোনো সরকারি প্রকল্পের প্রয়োজনে শহর বা রাস্তার পাশের গাছ কাটতে হলেও বিশেষজ্ঞ কমিটির পূর্বানুমতি নিতে হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
আদালতের রায়ে বলা হয়েছে, গাছ কাটার অনুমতি প্রদানের জন্য পরিবেশ সচিব, পরিবেশবিদ, পরিবেশ বিশেষজ্ঞ এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে হবে। এই কমিটির অনুমোদন ছাড়া কোনো সরকারি সংস্থা গাছ কাটতে পারবে না।
এর আগে ২০২৪ সালের ৫ মে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর আদালত গাছ কাটা নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। তবে গত বছর ২৮ জানুয়ারির এক রায়ে বলা হয়েছিল যে, সরকারি প্রকল্পের গাছ কাটার ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হবে না। ওই অংশটির সংশোধন এবং পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করার পর আজ আদালত নতুন এই রায় দিলেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দেশে দিন দিন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যতটুকু বনায়ন প্রয়োজন, তা আমাদের নেই। নির্বিচারে গাছ কাটা হলে তা মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে খর্ব করে। তাই জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় গাছ সংরক্ষণ করা এখন সময়ের দাবি।
রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "আগের রায়ে সরকারি প্রকল্পের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু আমরা রিভিউ আবেদনে যুক্তি দিয়েছি যে, উন্নয়ন প্রকল্পের নামেই সবচেয়ে বেশি গাছ কাটা হয়। আদালত আমাদের যুক্তি গ্রহণ করে এখন সব সরকারি প্রকল্পের গাছ কাটার ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির অনুমতি বাধ্যতামূলক করেছেন।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম