ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো বিপিএল

২০২৬ জানুয়ারি ১৫ ১৯:০৫:০৪

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো বিপিএল

স্পোর্টস ডেস্ক: বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াব-এর (CWAB) কঠোর অবস্থানের মুখে অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিপিএল টেকনিক্যাল কমিটি আনুষ্ঠানিকভাবে সকল ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই স্থগিতাদেশের বিষয়টি অবহিত করবে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।

ঘটনার সূত্রপাত গত বুধবার, যখন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর প্রতিবাদে নাজমুলের পদত্যাগ দাবি করে ঘরোয়া ও আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় কোয়াব। যদিও বোর্ড পরিস্থিতি সামাল দিতে নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, কিন্তু ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থেকে আজ বিপিএলের ম্যাচও বয়কট করেছেন।

আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি নির্ধারিত থাকলেও কোনো ক্রিকেটার মাঠে উপস্থিত হননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেও ক্রিকেটারদের মাঠে আনতে ব্যর্থ হন।

এদিকে, মাঠে খেলা না হওয়ায় গ্যালারিতে থাকা দর্শকরা একপর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন। বিসিবি জায়ান্ট স্ক্রিনে ‘অনিবার্য কারণবশত ম্যাচ বিলম্বিত’ হওয়ার বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করলেও শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

অন্যদিকে, বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারসহ কোয়াবের প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছেন, নাজমুল ইসলামের চূড়ান্ত পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা খেলায় ফিরবেন না। এই অচলাবস্থার কারণে বিপিএলের চলতি আসরের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত