ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

বোর্ডের টাকার উৎস নিয়ে ভুল ধারণা ভাঙলেন মেহেদী মিরাজ

২০২৬ জানুয়ারি ১৫ ১৭:২১:৪১

বোর্ডের টাকার উৎস নিয়ে ভুল ধারণা ভাঙলেন মেহেদী মিরাজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মাঠে না নামার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে কোনো দলই খেলতে নামেনি। পরিস্থিতি ব্যাখ্যা করতে পরে সংবাদ সম্মেলনে কথা বলেন ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, বোর্ড পরিচালকদের কাছ থেকে অভিভাবকসুলভ আচরণ প্রত্যাশিত, সেখানে এমন বক্তব্য ক্রিকেটারদের জন্য হতাশাজনক। তার ভাষায়, বোর্ডকে সবসময়ই তারা নিজেদের অভিভাবক হিসেবে দেখেন, ফলে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য মানা যায় না।

মিরাজ বলেন, প্রায়ই শোনা যায় ‘তোমরা আমাদের টাকায় চলছো।’ তবে তিনি স্পষ্ট করে জানান, এই ধারণা সঠিক নয়। তার মতে, বোর্ডের অর্থ কোনো একক উৎস থেকে আসে না এবং এটি কারও ব্যক্তিগত অনুগ্রহের ফলও নয়।

তিনি আরও বলেন, বিসিবির অর্থ মূলত আসে আইসিসি ও বিভিন্ন স্পন্সরের মাধ্যমে, যা সম্ভব হয় ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের কারণে। বাংলাদেশের জার্সি গায়ে যে কেউ মাঠে নেমেছে, বোর্ডের বর্তমান আর্থিক অবস্থানে তারই অবদান রয়েছে। প্রতিটি ক্রিকেটারের পরিশ্রম ও ত্যাগের ফলেই এই অর্থ গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

মিরাজের ভাষায়, খেলা চালু থাকলেই বোর্ড এগিয়ে যেতে পারে। ক্রিকেট বন্ধ থাকলে স্পন্সর আসবে না, আইসিসি থেকেও কোনো লভ্যাংশ মিলবে না এ বাস্তবতাও তুলে ধরেন তিনি।

নাজমুল ইসলামের মন্তব্যকে তিনি শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখেন না। মিরাজ বলেন, এটি পুরো ক্রীড়াঙ্গনের জন্যই লজ্জাজনক। দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য করা উচিত নয় বলেও মত দেন তিনি।

সমালোচনা প্রসঙ্গে মিরাজ বলেন, খেলোয়াড়রা সবসময় ভালো করার চেষ্টা করেন এবং পারফরম্যান্স খারাপ হলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে অর্থ ও সম্মান নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি জানান, অনেকেই মনে করেন ক্রিকেটাররা সরকারি অর্থে চলে, যা পুরোপুরি ভুল। মাঠে খেলে যে আয় হয়, সেখান থেকেই তারা পারিশ্রমিক পান এবং সেই আয়ের বড় একটি অংশ প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ আয়কর হিসেবে সরকারকে পরিশোধ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত