ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের

২০২৬ জানুয়ারি ১৫ ১৫:২২:১৪

মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন কড়াকড়ির প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৭৫টি দেশের নাগরিকদের ওপর। অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সরকার।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সমন্বিতভাবে একটি কর্মকৌশল নির্ধারণ করবেন এবং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মার্কিন ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের সাম্প্রতিক সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনায় এসেছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি খুবই নতুন এবং এটি গতকালই জানা গেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের অভিবাসী ভিসা নীতির পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছে। এসব কারণ বিশ্লেষণ করে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংশ্লিষ্ট উপদেষ্টারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন এবং মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে এনগেজ করার প্রস্তুতি নিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে ভিসা বন্ডিং ইস্যুর পর আবার অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত—এতে বাংলাদেশের কোনো ঘাটতি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশকে আলাদাভাবে লক্ষ্য করে নেওয়া সিদ্ধান্ত নয়। মূলত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা বেশি, কিংবা যেসব দেশের নাগরিকরা গিয়ে রাজনৈতিক আশ্রয় চান বা সামাজিক সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন—সেসব দেশের ক্ষেত্রেই এই শর্ত ও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। তবে এতে বাংলাদেশের কোথায় সমস্যা হচ্ছে এবং কী করণীয়—সেগুলো নিয়ে সরকার সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানসহ মোট ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কথা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত