ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে মামুনুল হককে শোকজ

২০২৬ জানুয়ারি ১৪ ১৬:৩৩:২৫

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে মামুনুল হককে শোকজ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। ভোটগ্রহণের নির্ধারিত সময়ের অনেক আগেই প্রচারণা চালানোর অভিযোগে রিটার্নিং কর্মকর্তা এ পদক্ষেপ নেন।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর স্বাক্ষরিত এক আদেশে মামুনুল হককে এই নোটিশ দেওয়া হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৬ ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনীত মামুনুল হক গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তার অনুসারীদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সংক্রান্ত সংবাদ একটি জাতীয় অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১২(১) অনুযায়ী ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ। যেহেতু ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি, সে ক্ষেত্রে ১৩ জানুয়ারি প্রচারণা চালানো বিধি ৩ ও ১৮-এর স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা প্রত্যেক প্রার্থীর বাধ্যবাধকতা। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই। অভিযোগ যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত