ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

‘আমি ভেসে আসিনি, মবোক্রেসি দিয়ে নির্বাচন চলে না’

২০২৬ জানুয়ারি ১৪ ১৫:৫৯:৩৫

‘আমি ভেসে আসিনি, মবোক্রেসি দিয়ে নির্বাচন চলে না’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ঘিরে চলমান সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘মবোক্রেসি’ দিয়ে রাজনীতি বা নির্বাচন পরিচালনা করা যায় না এবং তিনি কোনো অবৈধ উপায়ে রাজনীতিতে আসেননি বা নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করেননি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়া পল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিপক্ষ প্রার্থীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ সময় তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নজরে আনার আহ্বান জানান।

কারো নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী পরিকল্পিতভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য ও আচরণ নির্বাচন কমিশনের বিধিমালার পরিপন্থী। বিশেষ করে তিনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে কয়েকজন প্রার্থী তার সম্পর্কে অযৌক্তিক ও ভিত্তিহীন মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এসব বক্তব্যের উদ্দেশ্য একটাই পরিস্থিতি উত্তপ্ত করা এবং প্রতিক্রিয়া সৃষ্টি করা। তবে তিনি এ ধরনের উসকানিতে সাড়া দিতে চান না বলেও জানান। তার ভাষায়, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়াই তাদের প্রত্যাশা।

শেষে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিতে ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন যেন সতর্ক নজর রাখে, সেই আহ্বানও জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত