ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
‘আমি ভেসে আসিনি, মবোক্রেসি দিয়ে নির্বাচন চলে না’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ঘিরে চলমান সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘মবোক্রেসি’ দিয়ে রাজনীতি বা নির্বাচন পরিচালনা করা যায় না এবং তিনি কোনো অবৈধ উপায়ে রাজনীতিতে আসেননি বা নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করেননি।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়া পল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিপক্ষ প্রার্থীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ সময় তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নজরে আনার আহ্বান জানান।
কারো নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী পরিকল্পিতভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য ও আচরণ নির্বাচন কমিশনের বিধিমালার পরিপন্থী। বিশেষ করে তিনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে কয়েকজন প্রার্থী তার সম্পর্কে অযৌক্তিক ও ভিত্তিহীন মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এসব বক্তব্যের উদ্দেশ্য একটাই পরিস্থিতি উত্তপ্ত করা এবং প্রতিক্রিয়া সৃষ্টি করা। তবে তিনি এ ধরনের উসকানিতে সাড়া দিতে চান না বলেও জানান। তার ভাষায়, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়াই তাদের প্রত্যাশা।
শেষে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিতে ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন যেন সতর্ক নজর রাখে, সেই আহ্বানও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ