ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রাফসান-জেফার

২০২৬ জানুয়ারি ১৪ ১৩:১৮:১৯

আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রাফসান-জেফার

বিনোদন ডেস্ক: আজ বিনোদন অঙ্গনের আলোচিত জুটি, গায়িকা জেফার রহমান এবং উপস্থাপক রাফসান সাবাব, বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। সকাল থেকেই তাদের গায়েহলুদ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে উল্লাসমুখর আয়োজন, আর সন্ধ্যায় সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

ঢাকার পার্শ্ববর্তী আমিনবাজারে একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।

জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে গত এক বছর ধরে নানা গুঞ্জন ছিল। তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়েই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। জেফারও ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনার বিষয়ে পূর্বে অনাগ্রহ প্রকাশ করেছেন।

কিন্তু আজ সব জল্পনার অবসান ঘটিয়ে তাদের সম্পর্কের শুভ পরিণয় ঘটতে যাচ্ছে। ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়। গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসাথে ভ্রমণের সময় তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সে সময় জেফার মন্তব্য করেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তার বলার কিছু নেই।

রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তিনি নিজেই ফেসবুকে ঘোষণা দেন যে, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলাদা হওয়ার পথই তখন দুজনের জন্য সম্মানজনক সমাধান বলে মনে হয়েছে।

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ জেফার রহমান ও রাফসান সাবাব নতুন জীবনের পথে পা রাখছেন। সকাল থেকে গায়েহলুদ এবং সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত