ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

প্রবাসীদের ব্যালট কেলেঙ্কারি, ফাঁস হওয়া ভিডিওতে লঙ্কাকাণ্ড

২০২৬ জানুয়ারি ১৪ ০৭:৩৩:৫১

প্রবাসীদের ব্যালট কেলেঙ্কারি, ফাঁস হওয়া ভিডিওতে লঙ্কাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যেই ভাইরাল হওয়া এসব ভিডিওতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের নতুন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভিডিওগুলোতে বাহরাইন ও ওমানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের বিপুল পরিমাণ পোস্টাল ব্যালট গুনতে ও খামে ভরতে দেখা যায়, যা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিও ধারণের সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। সেখানে একাধিক ব্যক্তিকে ভিডিওটি ফেসবুকে না ছাড়ার জন্য অনুরোধ করতে শোনা যায়। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, এসব দৃশ্য প্রকাশ্যে এলে প্রবাসীদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থাই বন্ধ হয়ে যেতে পারে। এই বক্তব্যই ভিডিওগুলোর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং জালিয়াতির অভিযোগকে আরও জোরালো করেছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর আজ মঙ্গলবার বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ ও প্রতিকার চেয়ে আবেদন করে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বাহরাইনে একটি ‘বিশেষ রাজনৈতিক দলের’ নেতাকর্মীরা পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছেন। তিনি একে সরাসরি নির্বাচন ব্যবস্থার ওপর আঘাত এবং প্রকাশ্য কারচুপি হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, যারা নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করছে, তাদের শুধু শাস্তির আওতায় আনাই যথেষ্ট নয়। বরং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড ঠেকাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল বা ব্লক করা এবং ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। দলটি মনে করে, কঠোর ব্যবস্থা না নিলে প্রবাসীদের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড। সেখানে দেখা যায়, কিছু ব্যক্তি তড়িঘড়ি করে ব্যালট পেপার সরিয়ে ফেলছেন। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি নয়, বরং বাস্তব দৃশ্য। অপরদিকে, ২৭ সেকেন্ডের আরেকটি ভিডিওতে চট্টগ্রাম-৩ আসনের ব্যালট পেপার গুনতে দেখা যায়, যা ওমানে ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ভিডিওটির বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং এর সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে এই অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। কমিশন জানিয়েছে, তারা ইতোমধ্যে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন আশ্বস্ত করেছে।

এর আগে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল, নির্বাচনে কোনো ধরনের কারচুপির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের এনআইডি ব্লকসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পোস্টাল ব্যালট নিয়ে ওঠা এই অভিযোগ সেই ঘোষণার বাস্তব প্রয়োগের বড় পরীক্ষায় পরিণত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে বড় পরিসরে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এবারের নির্বাচনে ৩০০ আসনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রায় ৭ লাখ ৬০ হাজার ভোটার প্রবাসী। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দীদের পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আইন সংশোধন করা হলেও, বিদেশের মাটিতে ব্যালট জালিয়াতির অভিযোগ পুরো নির্বাচনী প্রক্রিয়াকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এই ঘটনায় জামায়াতে ইসলামীর নাম আলোচনায় এলেও দলটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত