ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

ঢাকার ৩ পয়েন্টে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ বুধবার

২০২৬ জানুয়ারি ১৩ ২১:১০:৫০

ঢাকার ৩ পয়েন্টে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ বুধবার

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরুর এক দফা দাবিতে আবারও রাজপথে নামছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

অবরোধের জন্য নির্ধারিত স্থান তিনটি হলো— সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজার মোড়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫'-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। এরপর নানা অংশীজনের সঙ্গে আলোচনা শেষে খসড়াটি হালনাগাদ করা হয়। গত ডিসেম্বর মাসে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীদের আন্দোলনের সময় শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল যে, জানুয়ারি মাসের প্রথম দিকেই এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হবে।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সভায় খসড়াটি অনুমোদন করে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানাচ্ছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বুধবারের এই অবরোধ কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত