ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

সুদানে ড্রোন হামলায় নি'হত ২৭

২০২৬ জানুয়ারি ১৩ ১৬:০৯:৩৯

সুদানে ড্রোন হামলায় নি'হত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে অন্তত ২৭ জনকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সুদানের সামরিক বাহিনীর এক সূত্র আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১২ জানুয়ারি) সংঘটিত এই হামলাটি আসে এমন এক সময়, যখন এর আগের দিনই সরকার ঘোষণা দিয়েছিল তারা প্রায় তিন বছর পর রাজধানী খার্তুমে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ২০২৩ সালে গৃহযুদ্ধ শুরুর পর নিরাপত্তাজনিত কারণে সরকার খার্তুম ছেড়ে বন্দরনগরী পোর্ট সুদানে কার্যক্রম স্থানান্তর করেছিল।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এই গৃহযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে খার্তুম অঙ্গরাজ্য, যেখানে উভয় পক্ষের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলছে।

সামরিক সূত্র জানায়, ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিলেন শুধু সরকারি বাহিনীর শীর্ষ নেতারাই নন; তাদের নিরাপত্তা সদস্য ও সঙ্গে থাকা বেসামরিক ব্যক্তিরাও হামলার শিকার হয়েছেন।

হামলায় আহতদের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে ১৩ জন আহত হওয়ার কথা বলা হলেও অন্যান্য সূত্রে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি সামরিক ও স্বাস্থ্য সূত্রের বরাতে জানিয়েছে, আহতের সংখ্যা ৭৩ জন পর্যন্ত হতে পারে।

সরকারি বিবৃতিতে জানানো হয়, হামলার সময় হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলা সিনজায় উপস্থিত ছিলেন। তিনি অক্ষত থাকলেও তার দুই সহকর্মী নিহত হয়েছেন।

সুদানের সেন্নার রাজ্যের রাজধানী সিনজা শহরটি খার্তুমগামী একটি কৌশলগত গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত। খার্তুম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরেই রয়েছে সুদানি সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর, যা হামলার প্রধান লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হামলার পর আরএসএফের উপদেষ্টা আল-বাশা তিবিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দেন, এই ড্রোন হামলার মাধ্যমে সুদানি সামরিক নেতৃত্বকে একটি স্পষ্ট ‘বার্তা’ পৌঁছে দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৩ জানুয়ারি)

আজকের মুদ্রা বিনিময় হার (১৩ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমবর্ধমান হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনের চাহিদাও বেড়ে চলেছে।... বিস্তারিত