ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
‘যুক্তরাষ্ট্র যুদ্ধ চাপালে ইরান প্রস্তুত’
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক শক্তি যাচাই করতে কিংবা সংঘাতে জড়াতে চায়, তবে তেহরান তার জন্য সম্পূর্ণ প্রস্তুত এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ইরান আত্মরক্ষায় কোনো দ্বিধা করবে না।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও জানান, গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে তা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত ও শক্তিশালী।
যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায় এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, “ওয়াশিংটন অতীতেও আমাদের শক্তি পরীক্ষা করেছে। এবারও যদি তা করতে চায়, আমরা প্রস্তুত। তবে আমি আশা করি যুক্তরাষ্ট্র বিচক্ষণতার পরিচয় দিয়ে সংঘাতের বদলে আলোচনাকেই বেছে নেবে।” একই সঙ্গে তিনি ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর প্রচেষ্টাকারীদের সতর্ক করে দেন।
দেশের চলমান বিক্ষোভ প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই আন্দোলনের ভেতরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে পড়েছে, যারা বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।”
উল্লেখ্য, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূচনা হয়।
এরপর মাত্র কয়েক দিনের মধ্যেই এই আন্দোলন ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে। দিন যত গড়াতে থাকে, বিক্ষোভের তীব্রতাও বাড়তে থাকে। বর্তমানে এই আন্দোলনের কারণে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার যদি কঠোরভাবে বিক্ষোভ দমন করে, তাহলে দেশটিতে সামরিক অভিযানের হুমকিও একাধিকবার দিয়েছেন তিনি।
এ অবস্থায় অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার দেওয়া এক বক্তব্যে তিনি দেশের অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন এবং বলেন, জনগণের দাবি ও অভিযোগ শোনার জন্য তার সরকার প্রস্তুত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক