ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ডিএসইএক্স ও ডিএস-৩০ সূচকে বড় রদবদল

২০২৬ জানুয়ারি ১২ ২০:১৯:৪৬

ডিএসইএক্স ও ডিএস-৩০ সূচকে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’-এ বড় ধরণের সংস্কার ও পুনর্গঠন করা হয়েছে। বার্ষিক পর্যালোচনার ভিত্তিতে সূচকটি থেকে ১৬টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৯টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিবর্তন আগামী ১৮ জানুয়ারি (রোববার) থেকে কার্যকর হবে বলে সোমবার (১২ জানুয়ারি) ডিএসইর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। নতুন এই সমন্বয়ের ফলে ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত মোট শেয়ার ও ইউনিটের সংখ্যা দাঁড়াবে ৩১৯টিতে।

ডিএসইএক্স থেকে যে ১৬টি প্রতিষ্ঠান বাদ পড়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো—বাংলাদেশ এক্সপার্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা কনডেনসড মিল্ক, আনলিমা ইয়ার্ন ডায়িং, হামিদ ফ্যাব্রিক্স, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক এবং মাইডাস ফাইনান্সিং পিএলসি। অন্যদিকে, সূচকে নতুন করে জায়গা করে নেওয়া ৯টি প্রতিষ্ঠান হলো—বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), দুলামিয়া কটন স্পিনিং মিলস, হাওয়েল টেক্সটাইলস, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিংস মিলস, শার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।

প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর ব্লু-চিপ বা বাছাইকৃত ৩০ কোম্পানির সূচক ‘ডিএস-৩০’ (DS-30)-এও রদবদল আনা হয়েছে। এই সূচক থেকে তিনটি কোম্পানিকে বাদ দিয়ে সমসংখ্যক নতুন কোম্পানি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একই দিনে কার্যকর হবে।

ডিএস-৩০ থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো—হাইডেলবার্গ ম্যাটারিয়ালস বাংলাদেশ পিএলসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাদের স্থলাভিষিক্ত হয়ে এই অভিজাত সূচকে নতুনভাবে যুক্ত হয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড এবং ফাইন ফুডস লিমিটেড। বাজারের গভীরতা ও স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সমন্বয় করেছে ডিএসই কর্তৃপক্ষ।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত