ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
এক দশক পর জাতিসংঘ আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রতীক্ষার পর অবশেষে মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংস গণহত্যার বিচার শুরু হয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এ (আইসিজে)।
সোমবার (১২ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগ শহরে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) এই ঐতিহাসিক মামলার শুনানি শুরু হয়েছে।
জাতিসংঘের ‘ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’-এর প্রধান নিকোলাস কৌমজিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মামলার প্রাথমিক এই শুনানিপর্ব টানা তিন সপ্তাহ ধরে চলবে।
২০১৭ সালের জুলাই মাসে রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরসা’র হামলার অজুহাতে রোহিঙ্গা গ্রামগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। বর্মি সেনাদের নির্বিচার হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মুখে প্রাণ বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে তারা কক্সবাজার ও ভাসানচরের বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবন যাপন করছেন।
জাতিসংঘের অনুসন্ধানী দল সেই সময় তাদের প্রতিবেদনে একে ‘গণহত্যামূলক তৎপরতা’ হিসেবে চিহ্নিত করে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আইসিজে-তে মামলা দায়ের করে।
মামলাটি দায়ের হওয়ার সময় মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সুচি আন্তর্জাতিক আদালতে উপস্থিত হয়ে সেনাবাহিনীর পক্ষ নিয়েছিলেন এবং গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। তবে ২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুচি ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন। এখন দেশটির জান্তা সরকারকে এই আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।
তদন্ত কর্মকর্তা নিকোলাস কৌজিমান বলেন, “এই মামলাটি আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি নজির হয়ে থাকবে। গণহত্যার সঠিক সংজ্ঞা ও এর সত্যতা প্রমাণের ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়া ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি